নড়াইলে মাদক ব্যবসায়ী আটক

নড়াইলে মাদক ব্যবসায়ী আটক

শেয়ার করুন

।। কার্ত্তিক দাস, নড়াইল ।।
তখন ভোর সাড়ে ৬টা। কোলাহল শূন্য জনপদ। এই সুযোগে কাকডাকা ভোরে সেরেগুল ইসলাম সেতু তার
মোটরসাইকেল নিয়ে দেড় কেজি গাজা বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কে জানতো বাড়ির অদূরে
তার অপেক্ষায় রয়েছে নড়াইলের একদল চৌকস গোয়েন্দা পুলিশ! সেরেগুল ইসলাম নড়াইল সদর উপজেলার
আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে।
আজ রোববার ভোর সাড়ে ৬টায় মো.সেরেগুল ইসলামকে (৩৬) গাজা ও মোটরসাইকেলসহ গোয়েন্দা পুলিশ
আটক করে। গোয়েন্দা পুলিশের ওসি সুকান্ত সাহা জানান,সোর্সের মাধ্যমে আগে থেকেই বিষয়টি জানতে
পারি। পুলিশ সুপার স্যারের নির্দেশে আগে থেকেই আমরা সেরেগুলের বাড়ির পাশে অবস্থান নেই। ভোর
সাড়ে ৬টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হলেই তাকে আমরা ঘিরে ফেলি। তার কাছে থাকা
দেড় কেজি গাজা,একটি বাজাজ ct-100 মোটরসাইকেলসহ কাছে থাকা ৮ হাজার টাকা জব্দ করি।
এলাকাবাসি জানান সেরেগুল পুরানো মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে এলাকা ও তার আশপাশে মাদক
বিক্রি করে আসছে। এর আগেও সে পুলিশের হাতে ধরা পড়ে জেল খেটেছে। জেল থেকে বের হয়ে কিছু দিন
শান্ত থাকে। কিন্তু মাদক বিক্রি থেমে থাকেনি।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন,এ ব্যাপারে তার বিরুদ্ধে সদর থানায় নিয়মিতমাদক মামলা রুজু করা
হয়েছে। তিনি বলেন,মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।