নড়াইলে বাসচালককে কুপিয়ে হত্যা

নড়াইলে বাসচালককে কুপিয়ে হত্যা

শেয়ার করুন

Narail Sadar Thana

।। নড়াইল সংবাদদাতা ।।
নড়াইলে বাসচালক লিয়াকত সিকদারকে (৫২) কুপিয়ে হত্যা করা হয়েছে। লিয়াকত নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের সীমাখালি গ্রামের সোহরাব সিকদারের ছেলে। পুলিশ শনিবার রাত ৯টার দিকে কালনা-খুলনা ভায়া নড়াইল সড়কের সীমাখালি এলাকার রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত লিয়াকত সিকদারের ছেলে পাভেন সিকদার জানায়,’শনিবার রাতে আব্বার কাছে ফোন দিলে তিনি বলেন,আমি লোহাগড়া থেকে মোটরসাইকেলে নড়াইলের দিকে আসছি। মোটরসাইকেল থেকে তিনি মালিবাগ মোড়ে নেমে হাটতে হাটতে বাড়ির দিকে আসছিলেন। ফাকা জায়গায় পৌছালে এলাকার শিমুল,পলাশ,বর্ষা, রুবেল, রাজিব,টিটো, লিটন,মামুনসহ কয়েকজন মিলে তাকে ধরে নিয়ে অন্যত্র চলে যায়। সেখানে আমার আব্বুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে গ্রামের মৃত নবীর হোসেন শেখের বাড়ির কাছে ফেলে রেখে যায়।’ পাভেল দাবি করেন তাঁর বাবাকে গ্রামের প্রতিপক্ষরা হত্যা করেছে। ‘আমার আব্বার শরীরের বিভিন্ন জায়গায় অসংখ্য কোপের চিহ্ন রয়েছে। আমার আব্বার হত্যাকান্ডের সঙ্গে যারা জড়িত তাদের উপযুক্ত বিচার চাই।’
রোববার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পুলিশ যেখান থেকে লাশ উদ্ধার করেছে সেখানে কোন রক্তের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা লিয়াকত সিকদারকে অন্যত্র হত্যা করে নবীর হোসেনের বাড়ির সামনের রাস্তার খাদে ফেলে রেখে যায়। নাম প্রকাশ না করার শর্তে এলাকার বাসিন্দারা জানান, এখানে কাউকে হত্যা করলে চিৎকারের শব্দ শোনা যেত। তবে তারা জানান, ‘শুনেছি লিয়াকত নড়াইল-ঢাকারুটে পরিবহন চালাতো।’
জানতে চাইলে সদর থানার ওসি মো.শওকত হোসেন বলেন, ‘কী কারণে লিয়াকত হোসেনকে হত্যা করা হলো তদন্ত চলছে’। তিনি বলেন, নিহতের মরদেহ সড়কের একটি খাদ থেকে উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, কে বা কারা প্রথমে ৯৯৯ নাম্বারে ফোন করে জানায় সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির লাশ খাদের মধ্যে পড়ে আছে। মরদেহ উদ্ধারের পর জানতে পারি তার নাম লিয়াকত হোসেন। ময়না তদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।