নড়াইলে পলাতক দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড

নড়াইলে পলাতক দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড

শেয়ার করুন

Narail Conviction Court Photo- (2)।। কার্ত্তিক দাস,নড়াইল ।।

দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন নড়াইলে জেলা ও দায়রা জজ মুন্সী মো.মশিয়ার রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে এই দন্ডাদেশ দেন।

কারাদন্ডাদেশপ্রাপ্তরা হলেন, সাতক্ষীলা জেলার কালিগন্জ উপজেলার ব্রজপাটলী গুচ্ছ গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম এবং আব্দুল হাকিম গাজী। আসামিরা পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা গেছে,২০১৩ সালের ৭ আগষ্ট বিকেলে নড়াইল পুলিশ নড়াইল-যশোর সড়কের তুলারামপুর আবাদের মোড়ে ইন্জিনচালিত আলম সাধুর বডির ভেতর থেকে এক হাজার ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। মামলায় ৯ জনের সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেওয়া হয়। এছাড়া আদালত ফেনসিডিলগুলো ধ্বংসসহ আলমসাধু নিলামে বিক্রি করে সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবার নির্দেশ দেন।