নড়াইলে তরুন শিল্পদ্যোক্তাদের ৫দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নড়াইলে তরুন শিল্পদ্যোক্তাদের ৫দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

শেয়ার করুন

 

NARAIL PIC-01 (SHILPADOKTA PROSIKKHON)-13.09.2021।। কার্ত্তিক দাস,নড়াইল।।

ব্যবসায় স্বাবলম্বী ও দক্ষতা অর্জনে নড়াইলে শিল্পদ্যোক্তাদের ৫ দিনব্যাপী উন্নয়নমুলক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারে বিসিক নড়াইল জেলা শাখা এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

রোববার বেলা ১১টায় জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। বিসিক নড়াইল শাখার উপ-ব্যবস্থাপক মো.মামুনুর রশীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ফকরুল ইসলাম,জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. হাসান,নড়াইল প্রেসক্লাব সভাপতি এনামুল কবির টুকু।

প্রশিক্ষণে অংশগ্রহণকারি ২৫ জন তরুন উদ্যোক্তাদের মধ্যে প্রতিষ্ঠানের বিপনন,উৎপাদন,সাংগঠনিক,আর্থিক বিষয়সমূহ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে বাস্তসম্মন জ্ঞান অর্জন করবেন।#