নড়াইলে ডেঙ্গু মশক নিধন কার্যক্রম শুরু

নড়াইলে ডেঙ্গু মশক নিধন কার্যক্রম শুরু

শেয়ার করুন

NARAIL_Pouro_Moshok

।। কার্ত্তিক দাস, নড়াইল ।।
ডেঙ্গু মশার কামড় থেকে রক্ষা পেতে নড়াইলে ডেঙ্গু মশক প্রতিরোধক অসুধ স্প্রে কার্যক্রম শুরু করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে নড়াইল পুলিশ লাইন চত্বর থেকে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। নড়াইল পৌরসভা এ কার্যক্রম শুরু করে।
পৌর মেয়র আনজুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়। বিমেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো.রিয়াজুল ইসলাম,জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারি পরিচালক মো.মাহাবুব আলম,পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক, পৌর সচিব ওহাবুল আলম, সহকারি প্রকৌশলী মো.সৃজন আরী, মো.মেহেদী হাসান, কাউন্সিলর মো.তুফান আহম্মেদ,মো.রাজু শেখ প্রমুখ।