নড়াইলে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ালো নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন

নড়াইলে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ালো নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন

শেয়ার করুন

narail express-01 07-07-2021 (1)
।। নড়াইল সংবাদদাতা ।।
নড়াইলে করোনাকালীণ সময়ে কর্মহীন হয়ে পড়া চা-বিক্রেতা ও নরসুন্দরদের বাড়িতে বাড়িতে খাদ্য সহায়তা
পৌছে দিলেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মীরা। আজ বুধবার (৭ জুলাই) নড়াইল সদর ও লোহাগড়া
উপজেলার ৫০০ পরিবারের মধ্যে এই খাদ্য সহায়তা পৌছে দেন। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ৬ কেজি চাল,১
লিটার সোয়াবিন তেল,১ কেজি মুসুর ডাল,২কেজি আলু এবং একটি সাবান।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো.তরিকুল ইসলাম অনিক জানান,বর্তমান সময়ে
লকডাউনে এই সম্প্রদায়ের দোকান বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান নড়াইল- আসনের সাংসদ মাশরাফি বিন মোর্তজা বিষয়টি অনুধাবন করতে পেরে তাঁর
নির্দেশে ৩০০ চা-বিক্রেতা এবং ২০০ নরসুন্দর পরিবারের মধ্যে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। তিনি
আরো বলেন, ফাউন্ডেশরনের চেয়ারম্যান গত বছরও প্রায় ৭ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা
দিয়েছিলেন। এছাড়া ফাউন্ডেশন করোনা প্রতিরোধে স্বাস্থ্যসেবা,অক্সিজেনসেবা,করোনা সুরক্ষা সামগ্রী
বিতরণসহ বিভিন্ন ধরণের মানবিত কাজ অব্যাহত রেখে চলেছেন।