নড়াইলে করোনার মুহুর্তে ৩৩৩ নম্বরে ফোন করলেই দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা

নড়াইলে করোনার মুহুর্তে ৩৩৩ নম্বরে ফোন করলেই দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা

শেয়ার করুন

Narail 333 Call Food Help Photo- (3)

।। কার্ত্তিক দাস, নড়াইল ।।
করোনার লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৮০ টি পরিবার ৩৩৩ নম্বরে কল করে বিনামূল্যে খাদ্য সহায়তা পেয়েছেন।
আজ বুধবার দুপুরে নড়াইল সদর উপজেলা আবাসিক কোয়াটার চত্বরে এ সকল পরিবারের মধ্যে জন প্রতি ১০ কেজি করে চাল,১ কেজি মুসুর ডাল,১ কেজি সোয়াবিন তেল সহায়তা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম বলেন,করোনার সংক্রমণ প্রতিরোধে সারা দেশে লকডাউন চলছে। এ কারণে দিনমজুর শ্রেণির অসহায় পরিবার ক্ষতিগ্রস্থ হয়ে পড়ছে। সরকার ক্ষতিগ্রস্থ এই শ্রেণির পরিবারগুলোকে খাদ্য সহায়তা প্রদানে সোচ্চার। এ জন্য নড়াইলে ৩৩৩ ফোন নম্বরে কল করলে তাদেরকে আমরা খাদ্য সহায়তা দিয়ে আসছি। যারা পরিষদে এসে এ সহায়তা নিতে দ্বিধাবোধ করছেন আমরা তাদের বাড়িতে পৌছে দিচ্ছি। তিনি বলেন,ত্রাণ ও পুণর্বাসন মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চালের সঙ্গে ১ কেজি মুসুর ডাল,১ কেচি সোয়াবিন তেল দেওয়া হচ্ছে। এ পর্যন্ত সদর উপজেলায় ৮৩৫টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।