নড়াইলে ইউনিয়ন পরিষদ নির্বাচন কালিয়া উপজেলার ১২টির মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী...

নড়াইলে ইউনিয়ন পরিষদ নির্বাচন কালিয়া উপজেলার ১২টির মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী ২৬

শেয়ার করুন

Narail_map

।। কার্ত্তিক দাস,নড়াইল।।

২৮ নভেম্বর নড়াইলের কালিয়া উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন। তৃত্বীয় ধাপে অনুষ্ঠিত এই নির্বাচনে

আওয়ামী লীগ,আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী,ইসলামী আন্দোলন বাংলাদেশ,কমিউনিষ্ট পার্টি অংশ গ্রহণ করছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে মোট ৪৫ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত ১২ জন, দলের বিদ্রোহী প্রার্থী(স্বতন্ত্র) ২৬,ইসলামী আন্দোলন বাংলাদেশের ৭জন। এছাড়া সাধারণ সদস্য পদে ২৯৩,সংরক্ষিত মহিলা আসনে ১১৯ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন ছিল।

সরেজমিন দেখা গেছে,মনোনয়নপত্র জমা দেবার দিনে উপজেলা শহর ছিল উৎসব মুখর পরিবেশ। প্রার্থীরা তাঁদের সমর্থকদের সঙ্গে নিয়ে আসায় উপজেলা শহর ছিল লোকে লোকারণ্য। অনেক প্রার্থী সমর্থকরা বাদ্যযন্ত্র বাজিয়ে শহরে প্রবেশ করেন।

কালিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,তৃত্বীয় ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গত মঙ্গলবার। সম্ভাব্য চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরা হলেনঃ-

কলাবাড়িয়া ইউনিয়নেঃ- আওয়ামী লীগের তালুকদার রাবিউল হাসান। এই ইউনিয়নে দলের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) হলেন,ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো.মাহামুদুল হাসান কায়েস এবং মো.সোহেল তালুকদার। ইসলামী আন্দোলনের মো.লিপু মুন্সি।

বাঐসোনা ইউনিয়নেঃ- শাহ মো.ফোরকান মোল্লা। দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী এস এম চুন্নু।

পহরডাঙ্গা ইউনিয়নেঃ- আওয়ামী লীগের নির্মল কুমার বিশ্বাস। দলের বিদ্রোহী )স্বতন্ত্র) প্রার্থী মো.মাহামুদ মল্লিক।

জয়নগর ইউনিয়নেঃ- আওয়ামী লীগের মুন্সি আনোয়ার হোসেন। দলের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) বাহারুল চৌধুরী,কাজী আইউব আলী,গাজী মনিরুজ্জামান।

খাশিয়াল ইউনিয়নেঃ- আওয়ামী লীগৈর মোসাম্মাৎ হালিমা বেগম। দলের বিদ্রোহী প্রার্থী(স্বতন্ত্র) ফরিদ আহম্মেদ শিকদার,কমিউনিষ্ট পার্টির বিএম বরকত উল্লাহ ও ইসলামী আন্দোলনের সজীব শেখ।

মাউলি ইউনিয়নেঃ- আওয়ামী লীগের রোজি হক। দলের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মো.ফিরোজ খান,আবুল কাশেম,বিএনপি নেতা বর্তমান চেয়ারম্যান এস,কে সাজ্জাদ হোসেন,ইসলামী আন্দোলনের মো.একলাছ উদ্দীন।

সালামাবাদ ইউনিয়নেঃ- আওয়ামী লীগের মো.শামীম আহম্মেদ। দলের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) কামাল হোসেন,মোল্লা মাহাবুর রহমান,ইসলামী আন্দোলনের এস,এম মাহাবুবুর রহমান।

ইলিয়াছাবাদ ইউনিয়নেঃ- আওয়ামী লীগের মো.ফিরোজ মল্লিক,দলের বিদ্রোহী প্রার্থী(স্বতন্ত্র) মল্লিক মনিরুল ইসলাম,ইসলামী আন্দোলনের এস,এম মাহাবুবুর রহমান।

হামিদপুর ইউনিয়নেঃ- আওয়ামী লীগের পলি বেগম,দলের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) গোলাম মোহম্মদ,উজ্জল মোল্লা,ইসলামী আন্দোলনে মিকাইল হোসেন।

চাচুড়ি ইউনিয়নেঃ- আওয়ামী লীগের মে.সিরাজুল ইসলাম,দলের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মো.হায়দার আলী,তোরুত মোল্লা,মেলজার হোসেন,ইসশামী আন্দোলনের আলী হুসাইন।

পুরুলিয়া ইউনিয়নেঃ- আওয়ামী লীগের এস,এম হারুনার রশিদ। দরের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আমিরুল ইসলাম,আবুবকর ছিদ্দিক মোল্লা।

বাবরাহাচলা ইউনিয়নেঃ- আওয়ামী লীগের তারা মিয়া সরদার। দলের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মোজাম্মেল হোসেন,আতাউর রহমান।