নড়াইলে অবশেষে জনদুর্ভোগের সেই রাস্তার কাজ শুরু

নড়াইলে অবশেষে জনদুর্ভোগের সেই রাস্তার কাজ শুরু

শেয়ার করুন

rupgang_ bazar_Road

নড়াইল পৌর মেয়র আনজুমান আরা সহ অন্যান্যরা। ছবি-এটিএন টাইমস

।। কার্ত্তিক দাস, নড়াইল ।।
দীর্ঘ কয়েক বছর পর অবশেষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের পেছনের ভাঙ্গাচোরা
রাস্তার পাকাকরণ কাজ শুরু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নড়াইল পৌর মেয়র আনজুমান
আরা এ কাজের উদ্বোধন করেন। এ সময় পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, পৌর প্রকৌশলী
সুজন আলীসহ বাজার বণিক সমিতির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌরসভা সূত্রে জানা গেছে,সরকারি ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কের অবস্থা খুবই
নাজুক। সড়ক সংলগ্ন পানি নিষ্কাশনের নর্দমাটাও হেলে পড়েছে। ঝুকি নিয়ে দীর্ঘদিন এ সড়ক
দিয়ে যান চলাচল চলে আসছে। সরকারি খাদ্য গুদামের পূর্ব পাশের দেওয়াল থেকে রামকৃঞ্চ
আশ্রমের সামনে পর্যন্ত ৪৬৬ মিটার রাস্তা ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। এ জন্য
৮৪ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজ করা হবে।
এলাকার মানুষরা জানান,এলাকাবাসির দাবির প্রেক্ষিতে পৌর সভার প্রয়াত মেয়র জাহাঙ্গীর বিশ্বাস
রাস্তাটির একাংশ কাজ করেছিলেন। সামান্য বৃষ্টি হলেই এখানে জিলাবদ্ধতার সৃষ্টি হয়।
মেসার্ অলোক কুন্ডু ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারি অলোক কুন্ডু জানান,কোরবানী ঈদের
আগেই রাস্তার কাজ সম্পন্ন করা হবে।
পৌর মেয়র আনজুমান আরা বলেন,সিডিউল অনুযায়ী কাজের গুণগতমান ঠিক রেখেই কাজটি সম্পন্ন
হবে।