নোয়াখালীতে বাড়ছে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা

নোয়াখালীতে বাড়ছে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা

শেয়ার করুন

নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় করোনায় ১ জনের মৃর্ত্যু ও ৬ জনের
সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা – ১৪৪
জন এবং আক্রান্তের সংখ্যা – ১১৫৪৪ 

Screenshot (214)
।। ফুয়াদ হোসেন, নোয়াখালী ।।
নোয়াখালীতে দিন দিন বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। গত ২৪
ঘন্টায় করোনায় বেগমগঞ্জ উপজেলায় ১ জনের মৃর্ত্যু ও সনাক্ত
হয়েছে ৬ জনের। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা – ১৪৪
এবং আক্রান্তের সংখ্যা – ১১৫৪৪ জন ।
গত ২৪ ঘন্টায় ৩৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আবদুল মালেক
উকিল মেডিকেল কলেজ এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ল্যাবে
পাঠানো হয় । এদের মধ্যে ৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
সনাক্ত বিবেচনায় আজকের হার ১৯.৩৫%।
রোববার সকালে সিভিল সার্জন ডা: মাসুম ইফতেখার এ তথ্য
জানিয়েছেন।
আক্রান্তদের মধ্যে ৫১ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত
কোভিড -১৯, ডেডিকেটেড হাসপাতালে ও ১৩ জনকে নোয়াখালী
জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ছাড়া ৩৯০২ জন বাড়ীতে আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা
নিচ্ছেন। এ পর্যন্ত জেলায় মোট সুস্থ্য হয়েছেন ৭৪৯৮ জন।