নেত্রকোণা পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

নেত্রকোণা পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

শেয়ার করুন
Screenshot_20210729-213201~2।। আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা ।।
বৃহস্পতিবার(২৯ জুলাই)  দুপুরে নেত্রকোণা পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
 পৌর ভবনের সামনে থেকে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র নজরুল ইসলাম খান।
 পৌরসভার উদ্যোগে আজ দুপুরে এ কার্যক্রম উদ্বোধন শেষে স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্নকর্মীদের নিয়ে একটি শোভাযাত্রা বের হয়ে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র নজরুল ইসলাম খান করোনাসহ ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার সব নাগরিককে সচেতন থাকার আহ্বান জানান। এবং ধারাবাহিকভাবে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় পৌরসভার প্যানেল মেয়র-১ এস এম মহসীন আলমসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।