নেত্রকোণায় ২য় পর্যায়ে ৯২৫টি ঘর পাচ্ছে ভূমি ও গৃহহীন পরিবার

নেত্রকোণায় ২য় পর্যায়ে ৯২৫টি ঘর পাচ্ছে ভূমি ও গৃহহীন পরিবার

শেয়ার করুন

Screenshot (144)

শনিবার (১৯ জুন) সকালে আশ্রয়ণ প্রকল্প নিয়ে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খানসহ জেলার অনলাইন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক জানান, নেত্রকোণায় ২য় পর্যায়ে ৯২৫টি ঘর পাচ্ছে ভূমি ও গৃহহীন পরিবার।

এছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ আশ্রয়ণ প্রকল্পের সার্বিক পরিস্থিতি সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি। এমনকি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে তিনি আশ্রয়ণ প্রকল্পগুলোর সুযোগ-সুবিধা প্রান্তিক সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দিতে সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

ছবি ও লেখাঃ আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা