নেত্রকোণায় রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

নেত্রকোণায় রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

শেয়ার করুন

Screenshot (441)

।। আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা ।।

নেত্রকোনায় অনুষ্ঠিত হলো রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরণানুষ্ঠান । এসময় আমন্ত্রিত অতিথিরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও কবি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্ম নিয়ে সবিস্তারে আলোচনা করেন।

পরে উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।

আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নেত্রকোণা জেলা সংসদ।

জেলা সদরের অজহর রোডস্থ উদীচী কার্যালয়ে আয়োজিত এ স্মরণানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান।
উদীচী জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক মতীন্দ্র সরকার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদসহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।