নেত্রকোণায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও ঔষধ বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নেত্রকোণায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও ঔষধ বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

শেয়ার করুন
FB_IMG_1627222880332।। আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা ।।
রবিবার  (২৫ জুলাই) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয় কর্তৃক নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। এ অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহ আলম।
অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং মেয়াদ ও মূল্যবিহীন পণ্য ও ঔষধ বিক্রি করায় ০২টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ১৩০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও অন্যান্য পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়।
এসময় বাজার তদারকিতে সহায়তা করেন কৃষি বিপণন কর্মকর্তা  হাবিলউদ্দীন, পূর্বধলা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর
হাশিম উদ্দিন খান। বাজার তদারকিতে নিরাপত্তা দায়িত্ব পালন করেন জেলা পুলিশ লাইনের একটি টিম।
এ সময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। এছাড়া সদর উপজেলার ইসলামপুর এলাকায় চামড়ার আড়ত তদারকি করা হয়।