নেত্রকোণায় “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার ” উদ্বোধন

নেত্রকোণায় “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার ” উদ্বোধন

শেয়ার করুন

Screenshot_20210831-125627~2।। নেত্রকোণা প্রতিনিধি ।।

মঙ্গলবার (৩১ আগষ্ট) বেলা সাড়ে ১২ টায় নেত্রকোণায় “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার” উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান।

বেসরকারি সংগঠন স্বাবলম্বী উন্নয়ন সমিতি অফিসের একটি কক্ষে এ কর্ণারটি স্থাপন করা হয়েছে।
সমিতিটির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়ার সভাপতিত্বে সমিতির কর্মসূচি পরিচালক স্বপন কুমার পালের সঞ্চালনায় এ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-নির্বাহী পরিচালক কাজি ছুহুল আহমেদ,  আলতাফুর রহমান সেলিম, কর্মসূচী পরিচালক মোস্তফা রেজু, ব্যাবস্থাপক কোহিনূর আক্তার,  জেলা সমন্বয়ক সঞ্জয় সরকারসহ সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এসময় জেলা প্রশাসক সমিতিটির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং এতে কর্মরতদের সাথে মতবিনিময় করেন।