নেত্রকোণায় পৌরসভা সম্পর্কিত অবহিতকরণ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

নেত্রকোণায় পৌরসভা সম্পর্কিত অবহিতকরণ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

শেয়ার করুন

Screenshot_20211026-150313~2।। নেত্রকোণা প্রতিনিধি ।।

  মঙ্গলবার (২৬ অক্টোবর) শেষ হলো জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পৌরসভারসমুহের নবনির্বাচিত কাউন্সিলরদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ।

“পৌরসভা সম্পর্কিত অবহিতকরণ” প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান।
জেলা স্থানীয় সরকারের উপপরিচালক জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৫ টি পৌরসভার পৌর কাউন্সিলরবৃন্দ ২ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া পৌরকাউন্সিলরদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, স্থানীয় পর্যায়ে সরকারের প্রতিনিধিত্ব করেন আপনারা জনপ্রতিনিধিরা। সমাজে যেকোন ধরনের অপতৎপরতা মোকাবিলায় দায়িত্বশীল ভুমিকা পালনের আহ্বান জানাই। সাম্প্রতিক সময়ে সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার যে অপতৎপরতা মাথা চাঁড়া দিয়েছিল, তা মোকাবিলায় আপনাদের ভুমিকা অনস্বীকার্য।