নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

শেয়ার করুন

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে ২৫০ শয্যা  হাসপাতালের নির্মাণাধীন ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে সাদেকুল ইসলাম (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার  সকাল সাড়ে সাতটার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাদেকুল চাঁপাইনবাবগঞ্জ জেলার এনায়েতপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। সে ২৬ দিন আগে  ওই হাসপাতালের নির্মাণাধীন নতুন ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করতে আসে।

প্রত্যক্ষদর্শী ও শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মোবারক হোসেন জানান, নিহত সাদেকুল নির্মাণাধীন ওই ভবনে ক্রেন মেশিন অপারেটরের কাজ করতো।

প্রতিদিনের মত সাদেকুল রোববার সকালে ছয় তলার ছাদে নির্মাণ সামগ্রী তোলার জন্য ক্রেনিং মেশিন চালু করতে যায়। ওই মেশিন চালু করতে গিয়ে সে তার শরীরের ভারসাম্য হারিয়ে ফেলে। এক পর্যায়ে ছিটকে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর সদর থানার ডিউটি অফিসার এসআই রঞ্জনা রাণী দত্ত জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।