নাসিরনগর পরিদর্শনে সুইডেনেরর রাষ্ট্রদূত

নাসিরনগর পরিদর্শনে সুইডেনেরর রাষ্ট্রদূত

শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেন রাষ্ট্রদূত এইচ.ই জন ফ্রিজেল।

মঙ্গলবার সকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রেসক্লাবে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত বলেন, নাসিরনগরের হামলার ঘটনা থেকে সকলকে শিক্ষা নিতে হবে ভবিষ্যতে যেন এ ধরণের ঘটনা আর না ঘটে।

তিনি আশা প্রকাশ করেন : সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাই একযোগে কাজ করবেন।  এসময় তিনি নাসিরনগরের হামলার পর সরকারের ভূমিকার প্রসংশা করেন। তিনি বলেন: এ সরকার দক্ষতার সঙ্গে বিষয়টি নিয়ন্ত্রণ করেছে, যার কারণে দেশের অন্য স্থানে এ ঘটনার প্রভাব পড়েনি।