নাসিরনগরে অপারেশন হিটব্যাকে ৭-৮ জঙ্গি নিহত

নাসিরনগরে অপারেশন হিটব্যাকে ৭-৮ জঙ্গি নিহত

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের নাসিরনগরের জঙ্গি আস্তানায় অপারেশন হিটব্যাকে সাত থেকে আট জন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। আর এর মাধ্যমে অভিযান সমাপ্ত হয়েছে। এখন ক্রাইম সিন ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে এ কথা জানান মনিরুল ইসলাম। তিনি বলেন, তারা ভিতরে গিয়ে শরীরের অনেক গুলো বিচ্ছিন্ন অংশ পান। সেগুলা খুবই বীভৎস হয়ে আছে। শরীরের বিভিন্ন অংশে ছড়ানো ছিটানো। সব অংশ দেখে মনে হচ্ছে সাত থেকে আটজন জঙ্গি হবে। সব বিচ্ছিন্ন অংশ একত্রিত করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, সোয়াতের অভিযানের পর যখন জঙ্গিরা মনে করে তাদের পালানোর জায়গা নেই তখন তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়। এতে তাদের শরীরের বিভিন্ন অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।

মনিরুল ইসলাম বলেন, লাশগুলো থেকে গন্ধ বের হচ্ছে। তাতে মনে হচ্ছে বুধবার সন্ধ্যায় তারা বিস্ফোন ঘটিয়ে আত্মহত্যা করে।

বুধবার সন্ধ্যায় ফতেহপুরের জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিটব্যাক’ শুরু করে ঢাকা থেকে যাওয়া পুলিশের বিশেষ বাহিনী সোয়াত এর সদস্যরা। তবে রাত সাড়ে সাতটার পর থেকে সেখানে আর গুলির আওয়াজ পাওয়া যায়নি। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং রাতে আলো স্বল্পতার কারণে পরবর্তীতে অভিযান সকাল পর্যন্ত স্থগিত রাখা হয়।