নাসিরনগরের ঘটনায় আ.লীগ নেতা সুরুজ আলী ২ দিনের রিমান্ডে

নাসিরনগরের ঘটনায় আ.লীগ নেতা সুরুজ আলী ২ দিনের রিমান্ডে

শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা সুরুজ আলীকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

সুরুজকে সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিনের আদালতে তুলে, ৭ দিনের রিমান্ড চেয়েছিলো পুলিশ। আদালত সোমবার শুনানি না করে আজকের জন্য দিন ধার্য করে দেন। গৌর মন্দিরে ভাঙচুর মামলা ছাড়াও তদন্ত সাপেক্ষে সুরুজকে অন্যান্য মামলায়ও গ্রেপ্তার দেখানো হতে পারে।

গত ৩০ অক্টোবর নাসিরনগরে এক সমাবেশে সুরুজ আলীর উস্কানিমূলক বক্তব্যের পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে ও উপাসনালয়ে হামলা শুরু হয়। ঘটনার পরপরই সুরুজ গা ঢাকা দেয়। রোববার সন্ধ্যায় তাকে গ্রামের বাড়ি চাপরতলা থেকে গ্রেপ্তার করে পুলিশ।