নারীর পেটে গজ রেখে সেলাই: ভুয়া চিকিৎসক অর্জুন কারাগারে

নারীর পেটে গজ রেখে সেলাই: ভুয়া চিকিৎসক অর্জুন কারাগারে

শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে সন্তান প্রসবের সময় এক নারীর পেটে গজ রেখে সেলাই করার ঘটনায় রাজন দাস পরিচয়দাতা ভুয়া চিকিৎসক অর্জুন চক্রবর্তী রাজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে আদালত অর্জুন চক্রবর্তীসহ সংশ্লিষ্ট চারজনের বিরুদ্ধে মামলা করতে বলেছেন। সোমবার দুপুরে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ নির্দেশ দেন।

এর আগে সকাল সাড়ে দশটায় রাজন হাইকোর্টে হাজির হন। এর আগে আদালতে পটুয়াখালীর সিভিল সার্জনের পক্ষে দাখিল করা প্রতিবেদন অনুযায়ী গত ৬ নভেম্বর এই ভুয়া চিকিৎসকের সনদ ভুয়া প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন হাইকোর্ট। গত মার্চে অস্ত্রোপচার করে বাউফলের বিলবিলাস গ্রামের মাকসুদা একটি কন্যা সন্তানের জন্ম দেন। তখন তার পেটে গজ রেখে সেলাই করে দেন চিকিৎসক রাজন।