নারায়নগঞ্জ সিটি নির্বাচনে প্রচারণার শেষ দিন মঙ্গলবার

নারায়নগঞ্জ সিটি নির্বাচনে প্রচারণার শেষ দিন মঙ্গলবার

শেয়ার করুন

15622770_1228550520568849_3038585250009632429_nনারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার প্রচারণার শেষ মঙ্গলবার মধ্যরাতে। তাই শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

নির্বাচন উপলক্ষ্যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে  দায়িত্ব পালন করছে ২২ প্লাটুন বিজিবি। এরমধ্যে সিদ্ধিরগঞ্জে সাত প্লাটুন, বন্দরে পাঁচ  ও বাকি ১০ প্লাটুন সদরে রয়েছে। শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। আজকের মধ্যেই ভোটার ছাড়া বাকিদের নারায়নগঞ্জে নির্বাচনী এলাকা ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে।15578891_1238651509536976_4069107278167394468_nএই নির্বাচনের ১৭৪টি কেন্দ্রের মধ্যে প্রাথমিকভাবে ঝুঁকিপূর্ণ বিবেচনায় ১৩৭টি কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এবার নির্বাচন পর্যবেক্ষণ করতে ৩২০ জন পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এদের মধ্যে ১৮৫ জন স্থানীয় পর্যবেক্ষক ও কেন্দ্রীয় ভাবে রয়েছে ১৩৩ জন। এছাড়াও দুই বিদেশী পর্যবেক্ষকও রয়েছে। এনসিসি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৯৩২ জন।