নারায়ণগঞ্জ নির্বাচনে ফ্যাক্টর ‘ডোবা ভোট’

নারায়ণগঞ্জ নির্বাচনে ফ্যাক্টর ‘ডোবা ভোট’

শেয়ার করুন

4fa0e77ae9d152a54ecaba1bafe56d5e-5856109d91d2dনিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জ সিটিতে মেয়র নির্বাচনে এখন সবচেয়ে বড় ফ্যাক্টর ‘ডোবা ভোট’-এর হিসেব। এই ‘ডোবা ভোট’কেই প্রধান ভরসা মনে করছেন ধানের শীষের সমর্থকরা। তবে, আইভির তুমুল জনপ্রিয়তা সেইসব ভোটকেও নৌকার ভোট বানিয়ে দেবে, এমনই ভাবছেন অনেকে।

নারায়ণগঞ্জ শহরের যানজট, শব্দজট, ধূলা আর ব্যস্ততা থেকে খানিকটা পাশেই চোখে পড়বে অতি সাধারণ জীবন। সরল মানুষগুলো অকপটে বলে ফেলেন তাঁদের মনের কথা। এমনকি বলে দিতে চান, কাকে ভোট দেবেন, কেনই বা দিবেন।
15644639_10208158103091892_1865791726_nএবার শামীম ওসমান প্রার্থী নেই। আর নির্বাচনটা ধানের শীষ বনাম নৌকার। তাই মানুষের মনে ভয় কম। তবে নৌকার সমর্থকরা যেভাবে অকপটে বলেন যে তারা নৌকায় ভোট দিবেন, তেমনি করে ধানের শীষের পক্ষের মানুষ বলেন না। বিএনপির নেতাদের মতে সরকারে নির্যাতনের ভয়ে কেই মুখ খোলেন না। কিন্তু নীরবে তারা ধারে শীষে ভোট দিবেন।

বেশীর ভাগ মানুষ আইভির উন্নয়নের কথা বলে তাকে আবারও ভোট দেবার কথা বলেছেন প্রতিবেদকের কাছে। আইভির উন্নয়নের ধারায় তাহলে অন্য প্রার্থীদের অবস্থা কি ? না-কি নির্বাচন হয়ে উঠবে একতরফা?

জলের তলে লুকিয়ে থাকা এই ভোটাররা কারা? সংখ্যায়ই বা তাঁরা কত? সিদ্ধিরগঞ্জে এরকমই কয়েকজন কথা বললেন। কেই বলেন নীরবে ভোটার সংখ্যা বেশী। কেউ শামীম ওসমানের জন্য কথা বলেন না, কেউ সরকারের রোষানলে পরতে চান না। তাই সবাই নীরবে ভোট দিয়ে আসবে। আর এদের সংখ্যাটাই বেশী।
15578891_1238651509536976_4069107278167394468_nএর আগের সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী সরে দাঁড়ানোয়, আর শামীম ওসমানকে ঠেকাতে এই ভোটগুলো পেয়েছিলেন সেলিনা হায়াত আইভি। তবে, এবার হিসেবটা খুবই পরিষ্কার। লড়াই হবে নৌকা বনাম ধানের শীষ। তাই এবার ব্যক্তি ইমেজের চেয়ে প্রতীক বড় হয়ে উঠবে। শাখাওয়াত যত অপরিচিত আর রাজনীতির বাইরের মানুষ হোক তিনি ধানের শীষের প্রার্থী হিসেবে আইভির শক্ত প্রতিপক্ষ হিসেবে দাড়িয়ে গেছেন।

সিদ্ধিরগঞ্জের তুলনায় নারায়ণগঞ্জের মূল শহর আর পুরাতন কদমরসুল পৌরসভায় উন্নয়নের ছবিটা চোখে পড়ে বেশি। বন্দর এলাকায় চার লেন রাস্তার চলমান প্রকল্প আইভির জনপ্রিয়তা বাড়িয়েছে কয়েকগুণ। কিন্তু ভোটের হিসেবে দেখা যাবে নৌকা-ধানের শীষের সেই  চিরন্তন দ্বৈরথ।

দেখার বিষয় ডোবা ভোট বা নীরব ভোট কোথায় যায় ধানের শীষের বাক্সে না নৌকার বাক্সে?