নাইক্ষ্যংছড়ি সীমান্তে জড়ো হয়েছে আরও ৫ হাজার রোহিঙ্গা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে জড়ো হয়েছে আরও ৫ হাজার রোহিঙ্গা

শেয়ার করুন

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরো ৫ হাজারেরও বেশি রোহিঙ্গা জড়ো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বাংলাদেশে অনুপ্রবেশের জন্য সীমান্তের চাকঢালা আশারতলি, ফুলতলি রেজু আমতলি ফ্রাত্রা ঝিড়ি তুমব্র ও ঘুনধুম সীমান্তের ১০টি পয়েন্টে রোহিঙ্গারা নো-ম্যান্স ল্যান্ডে জড়ো হয়েছে। স্থানীয় একটি দালাল চক্র ও সহায়তাকারীদের মাধ্যমে সীমান্তের জিরো লাইনে আশ্রয় নেয়া রোহিঙ্গারা, বাংলাদেশে ঢুকে পরছে বলে জানিয়েছে বিজিবি কক্সবাজারের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আনুয়ারুল আজিম।

তারা সীমান্তের কাছের গ্রামগুলোতে স্বজনদের বাসা ও কুতুপালং শরনার্থী শিবিরে আশ্রয় নিচ্ছে। চাক ঢালা আশারতলি সীমান্তে গত দুইদিনে প্রায় ১০ হাজার রোহিঙ্গা জড়ো হয়েছে। মিয়ানমারে রাখাইনদের উপর নির্যাতন বন্ধ না হওয়ায় এখনো দলে দলে আসছে রোহিঙ্গারা।