নদী ভাঙ্গনে দিশেহারা শরীয়তপুরবাসী

নদী ভাঙ্গনে দিশেহারা শরীয়তপুরবাসী

শেয়ার করুন

Shariatpur pic

শরীয়তপুর প্রতিনিধি:

একদিকে বৃষ্টি অন্যদিকে পদ্মা নদীর ভাঙ্গন নিয়ে বিপাকে পড়েছে পদ্মার পাড়ের মানুষ। আশ্রয় না মিলার কারণে খোলা আকাশের নিচে এবং অন্যের আশ্রয় হয়ে বাস করতে হচ্ছে নদী-ভাঙ্গনে ভিটে বাড়ি হারানো মানুষের।

কয়েকদিনের ভাঙ্গনে বাড়ি ঘর, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলিন হয়ে গেছে। ভাঙ্গন অব্যাহত থাকায় দিশেহারা হয়ে পড়েছে জাজিরার কুন্ডের চরের মানুষ। প্রশাসন আশার বাণী শোনালেও কার্যত তেমন কোন সহযোগিতা করছেনা বলে অভিযোগ করেন ভাঙ্গন কবলিতরা।

যতদিন যাচ্ছে ততই ভাঙ্গনের তীব্রতা বাড়ছে। এভাবে ভাঙ্গতে থাকলে শরীয়তপুর জেলার মানচিত্র ছোট হয়ে যাবে। কয়েক দিনের ভাঙ্গনে গ্রামটির ১৩শ পরিবার গৃহহীন হয়েছে। এজন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আরো সরকারী বেসরকারী স্থাপনা নদী গর্ভে বিলিন হয়ে যাবে মনে করেন এলাকার মানুষ।

Shariatpur pic1নদীতে স্রোত বেশি থাকার কারণে কোন নৌকা তীরে ভিড়াতে পারছেনা। কোন যান বাহন না পেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ তাদের ঘরের আসবাব ও প্রয়োজনীয় জিনিষ সরাতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে। অনেকে শ্রমিকের অভাবে পাকা ও আধপাকা ঘর সরাতে পারছেনা। তাদের সেগুলো ফেলে রেখে অন্যত্র চলে যেতে হচ্ছে।

ভাঙ্গন কবলিতদের সহযোগীতা করার আশ্বাস দিয়ে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য নির্দেশ দেন জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান।

ভাঙ্গন কবলিতরা বলেন, বাড়িটুকু ছাড়া আমাদের আরকিছু ছিলনা। শেষ আশ্রয় বাড়িটাও পদ্মানদীতে বিলিন হয়ে গেল। মানুষের অভাবে আমার বসত ঘরটি সরাতে পারছি না। কোথায় গিয়ে আশ্রয় নেব আমরা কেউ জানিনা।