দ্বিতীয় ভৈরব রেল সেতু উদ্বোধন বৃহস্পতিবার

দ্বিতীয় ভৈরব রেল সেতু উদ্বোধন বৃহস্পতিবার

শেয়ার করুন

11862644নিজস্ব প্রতিবেদক :

মেঘনা নদীর উপর দ্বিতীয় ভৈরব রেল সেতু উদ্বোধন হবে বৃহস্পতিবার। সকাল সাড়ে ১১টায়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

স্বপ্নের ভৈরব দ্বিতীয় রেলসেতু প্রস্তুত। গত শুক্রবার থেকে সেতুর উপর দিয়ে অনানুষ্ঠানিকভাবে রেল চলাচল শুরুও হয়েছে। তবে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বাংলাদেশের ও ভারতের অর্থায়নে নির্মিত হয়, দ্বিতীয় ভৈরব রেল সেতু ও দ্বিতীয় তিতাস সেতু। চার বছরে, ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকন-ইরকন নির্মাণ করে ভৈরব দ্বিতীয় রেল সেতু। মেঘনা নদীর উপর প্রায় ১০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে, ৫শ’ ৬৭ কোটি টাকা।

এখন ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটের পথে সময় আরো কম লাগবে। সে কারণে এ সেতুর উদ্বোধনকে রেলযাত্রীরা দেখছেন, স্বপ্ন পূরণের একটি দিন হিসেবে।