দ্বিতীয় দফায় নড়াইলে ১৫২টি ভূমি ও গৃহহীন পরিবার ঘর পাচ্ছেন

দ্বিতীয় দফায় নড়াইলে ১৫২টি ভূমি ও গৃহহীন পরিবার ঘর পাচ্ছেন

শেয়ার করুন

Narail PM -- Free House Gift Press Confarance

ছবি-এটিএন টাইমস

।। কার্ত্তিক দাস, নড়াইল ।।
মুজিববর্ষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে গৃহ প্রদান
কর্মসূচি শুরু করেছেন। বৃহস্পতিবার(২০ জুন) বিকেলে গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে
দ্বিতীয় দফার কার্যক্রমের উদ্বোধন করেন।
নড়াইলে প্রথম দফায় ৩২৫টি ভূমি ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে। দ্বিতীয় দফায় আরো ১৫২টি
ভূমি ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হবে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
সম্মেলনে জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান বলেন,মানববান্ধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় ও
ভূমিহীন মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য নিরলস কাজ করে চলেছেন। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর
এই প্রচেষ্ঠা। জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শত বর্ষ উপলক্ষে প্রতিটি পরিবারকে প্রধানমন্ত্রী শেখ
হাসিনা দুই শতক জমির ওপর গৃহ নির্মাণ কার্যক্রম শুরু করেছেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবাশীষ চৌধুরীসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা উপস্থিত
ছিলেন।