৯ জেলায় কথিত বন্দুকযুদ্ধে ১১ মাদক ব্যবসায়ী নিহত

৯ জেলায় কথিত বন্দুকযুদ্ধে ১১ মাদক ব্যবসায়ী নিহত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সরকারের মাদকবিরোধী কঠোর অভিযানে, ৯ জেলায় কথিত বন্দুকযুদ্ধে ঢাকার শীর্ষ মাদক ব্যবসায়ী বাচ্চুসহ ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১৪ পুলিশ সদস্যসহ ১৭ জন। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও গুলি।

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারের শিমুলতলী এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ইয়াবা সম্রাট নামে পরিচিত বাচ্চু মিয়া নিহত হন।

গতরাত ৩টার দিকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামির ডেমারপাড় এলাকায় আরো একটি বন্দুকযুদ্ধে মারা যান মাদক ব্যবসায়ী শুক্কুর আলী। ফেনী সদরের লেমুয়া এলাকায় নিহন হন ইয়াবা গডফাদার নামে পরিচিত মঞ্জুরুল আলম। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মারা যান ধন মিয়া।

কুমিল্লা সদরের অরণ্যপুরে ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছেন শরীফ ও পিয়ার নামে দুই শীর্ষ মাদক ব্যবসায়ী। এ ছাড়া দিনাজপুরের বিরামপুরে প্রবাল হোসেন, চুয়াডাঙ্গার আলমডাঙায় শীর্ষ মাদক ব্যবসায়ী কামরুজ্জামান সাধু, সৈয়দপুরের ঘোলাঘাটে ২ জন ও নেত্রকোনা সদরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১ জন নিহত হয়েছেন।