দুপুরে খুলে দেয়া হচ্ছে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক

দুপুরে খুলে দেয়া হচ্ছে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

প্রায় ৯ দিন বন্ধ থাকার পর হালকা যানবাহন চলাচলের জন্য বুধবার খুলে দেয়া হচ্ছে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক। পাহাড় ধসের ঘটনায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি শালবন এলাকায় সড়কের সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে।

আজ দুপুরে সড়কটি উদ্বোধনের পর তা হালকা যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে রাঙামাটির জেলা প্রশাসক জানিয়েছেন, পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের জন্য আরো ১ কোটি টাকাসহ ২শ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। ১৯টি আশ্রয় কেন্দ্রে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি এক সংবাদ সম্মেলনে জানান।