দুই কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ

দুই কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

দলীয় প্রতিকে খুলনার সিটি মেয়র নির্বাচনে, প্রথমবারের মতো ব্যবহার হচ্ছে ইলেক্ট্রোনিক ভোটিং মেশিন-ইভিএমও। নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ২০৬ নম্বর কেন্দ্র ও ২৭ নম্বর ওয়ার্ডের ২৩৯ নম্বর কেন্দ্রের মোট ১০টি ইভিএমের মাধ্যমে নেওয়া হচ্ছে ভোট ।

ভোট কেন্দ্রে নিয়োজিত সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর আগে ইভিএম মেশিন সেটাপ করেন। এবং সব ভোটিং মেশিন চালু করার জন্য ‘পিন কোড’ এবং পাসওয়ার্ড, গোপনভাবে রিটার্নিং কর্মকর্তার দফতর থেকে গ্রহণ, সংরক্ষণ এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে সরবরাহ করেন। ভোটাররা তাদের জাতীয় পরিচয় পত্র বা এনআই কার্ড প্রবেশ করিয়ে আঙুলের ছাপ দিয়ে তাদের ভোট দেন। সুইচ টিপে, নগরপিতা নির্বাচনের এই পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন ভোটাররাও।