দুইদল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০, ভাঙচুর-লুটপাট

দুইদল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০, ভাঙচুর-লুটপাট

শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।

শনিবার দুপুর পৌনে ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এসময় ৩০টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সংঘর্ষের কারণে দেড় ঘন্টা ঢাকা-সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

পুলিশ জানায়, লোকাল বাসের ভাড়া নেয়াকে কেন্দ্র করে সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের কালু মিয়ার সঙ্গে পাশের সদর উপজেলার খাটিহাতা গ্রামের দুখু মিয়ার কথা কাটাকাটি হয়।

এর পর, উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র-স্বস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ পর্যায়ে সংঘর্ষ ঢাকা-সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের তিনটি স্থানে ছড়িয়ে পরে। পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে প্রায় দেড় ঘন্টা পর পরিস্থিতি নিয়স্ত্রনে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।