দিনাজপুরে সর্বাত্মক লকডাউনের প্রথম দিন সতঃস্ফুর্তভাবে পালিত

দিনাজপুরে সর্বাত্মক লকডাউনের প্রথম দিন সতঃস্ফুর্তভাবে পালিত

শেয়ার করুন

 

Dinajpur
।। হুমায়ুন কবীর, দিনাজপুর ।।

দেশব্যাপী জারিকৃত সর্বাত্মক লকডাউনের প্রথম দিন দিনাজপুরে সতঃস্ফুর্তভাবে পালিত
হয়েছে। আজ বৃহস্পতিবার সকল প্রকার অফিস-আদালত, ব্যাংক-বীমা, দোকানপাট সম্পূর্ণভাবে বন্ধ ছিল। মানুষের
চলাচল ছিল খুবই সীমিত। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা থাকার কথা থাকলেও সেগুলোও খুলেছে স্বল্প
পরিসরে। নি¤œ আয়ের মানুষ বিশেষ করে ফুটপাতে ব্যবসা করা দোকানীরাও দোকান বন্ধ রেখেছে। তবে ব্যবসায়িক
কাজে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা পড়েছেন অনেকটা বিপাকে। হোটেল খোলা রেখে পার্শ্বেল বিক্রির
অনুমতি থাকলেও দুয়েকটি হোটেল ছাড়া সব খাবার দোকানও বন্ধ থাকায় বাহিরের ব্যবসায়ীদের খাবার সংকটে
পড়তে দেখা গেছে। এদিকে নি¤œ আয়ের মানুষ, অটো চালক, রিক্সাচালক, ফুটপাতের দোকানীরা চরম সংকটে
পড়েছে। মূলতঃ দিন আনে দিন খাওয়া মানুষকে দূর্ভোগে পড়তে দেখা গেছে। শহরের প্রধান সড়ক সারাদিনই ফাঁকা
ছিল। তবে আশপাশের সড়কগুলোতে কিছু কিছু অটো ও রিক্সা চলতে দেখা গেছে। আবার রাস্তা খালি পেয়ে শহরের
অলিগলিতে শিশু-কিশোরদের ক্রিকেট খেলতেও দেখা গেছে। সন্ধায় শহরের অলিগলির টং দোকানগুলোতে মানুষের
কিছুটা উপস্থিতি দেখা গেছে। টং দোকানগুলো স্বল্প পরিসরে খোলা রাখা হয়েছে। তবে আইন-শৃংখলা বাহিনীর
সদস্যদের উপস্থিতি টের পেলেই বন্ধ করে দিচ্ছে দোকানগুলো। আইনশৃঙ্খলা রক্ষায় তথা মানুষকে ঘরে রাখতে
ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ছাড়াও সেনা, বিজিবি, র‌্যাব, পুলিশের টহল অব্যাহত ছিল।