থেমে নেই নদী পথে ময়না মিয়ার চাঁদাবাজি

থেমে নেই নদী পথে ময়না মিয়ার চাঁদাবাজি

শেয়ার করুন
Netro 
।। আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা ।।
নেত্রকোণা জেলার নদী ও হাওরবেষ্টিত জনপদ খালিয়াজুড়ির উপর দিয়ে বয়ে চলা ধনু নদী এ অঞ্চলের অন্যতম প্রধান নৌরুট।
এপথে প্রতিদিন শতশত মালবাহী কার্গো, লঞ্চ,  স্টিমার, ছোটবড় অসংখ্য নৌকা যাতায়াত করে।
প্রত্যেক নৌযান থেকে ২০০-৪০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ময়না মিয়া নামে একব্যক্তি ও তার দলবল। দীর্ঘদিন ধরে গাগলাজুর নতুন বাজার পয়েন্ট,  লেপসিয়া থেকে নুরালীপুর পয়েন্ট ও নাওটানা থেকে জগন্নাথপুর পয়েন্টে
চলছে এ চাঁদাবাজি ,  যেন দেখার কেউ নেই।
বিষয়টি নিয়ে ময়না মিয়ার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এবিষয়ে আমি কিছু জানিনা আর লেপসিয়া থেকে নুরালীপুর পয়েন্ট আমার আওতাধীন তবে গাগলাজুর মোহনগঞ্জ থানার আওতায়।
এব্যাপারে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,  ময়না মিয়াকে আমি চিনিই না, আমি বিষয়টি যাচাই-বাছাই করে দেখছি।