ত্রিশা‌লে প্রা‌ণিসম্পদ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ত্রিশা‌লে প্রা‌ণিসম্পদ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শেয়ার করুন
Screenshot (69)
ছবি- এটিএন টাইমস
।। মামুনুর রশিদ, ত্রিশাল, ময়মন‌সিংহ ।।
ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে প্রা‌ণিসম্পদ মেলা   পুরস্কার   বিতরণের মধ্যে দিয়ে সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মতিন সরকার।
শ‌নিবার  বিকেলে ত্রিশাল উপ‌জেলা প্রা‌ণিসম্পদ অ‌ফিস ও ভে‌টেরিনারি হাসপাতা‌লের আয়োজনে  ‌উপ‌জেলা প্রা‌ণিসম্পদ অ‌ফিস প্রাঙ্গ‌ণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার  ড; হারুন অর রশিদ ।    প্রাণিসম্পদ হাসপাতালের
লাইভস্টক এক্সটেনশন অফিসার ডা. শর্মিষ্ঠা ভট্রাচার্যের সঞ্চালনায়  পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান, ত্রিশাল সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শোয়েব আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, কাউন্সিলর মেহেদী হাসান নাসিম, ত্রিশাল উপ‌জেলা  ত্রিশাল ডেই‌রি এ‌সো‌সি‌য়েসশনের সভাপ‌তি মোহাম্মদ হেলাল উ‌দ্দিন, সাধারণ সম্পাদক এমদাদুল হক, ভেটেনারি সার্জন ডাঃ তানজিলা ফেরদৌসী  প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার পুরস্কার বিতরণ ও মেলার স্টল পরিদর্শন করে খামারিদের সাথে মতবিনিময় করেন। এবছর ১৭ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে দর্শকদের মাতিয়ে তোলেন ত্রিশাল উপজেলা পরিষদের মহিলা ভাইস –চেয়ারম্যান মাহমুদা খানম রুমা  সহ আমন্ত্রিত শিল্পীরা। উল্লেখ্য , এবছর ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে প্রায় ৫ কোটি টাকা খামারিদের মাঝে প্রণোদনা প্রদান করা হয়েছে।