তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ৩ জন নিহত

তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ৩ জন নিহত

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক :

বরিশাল, ফেনি ও ময়মনসিংহে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২ জন মাদক ব্যবসায়ী।

পুলিশ জানায়, বরিশালের যিনি মারা গেছেন তিনি ডাকাত। তবে এখনো পর্যন্ত নিহত ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। জেলার শায়েস্তাবাদে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় আহত হন ৩ পুলিশ সদস্যও।

এদিকে ময়মনসিংহে নিহত ব্যক্তির নাম বিপ্লব। রাতে নগরীর মাসকান্দা গনশার মোড় এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। পুলিশ জানায়: বিপ্লব একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। মাদক ভাগাভাগি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে তারাও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন মাদক সম্রাট বিপ্লব। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ ২শ’ গ্রাম হিরোইন, ২শ’ পিস ইয়াবা, তিনটি গুলির খোসা ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে। এ সময় আহত হন ২ পুলিশ কনস্টেবল ।

অন্যদিকে ফেনির ছাগলনাইয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন এক ব্যক্তি। নাম পরিচয় না পাওয়া গেলেও নিহত ব্যক্তি।