তিন জেলায় কথিত বন্দুকযুদ্ধে ৪ জন নিহত

তিন জেলায় কথিত বন্দুকযুদ্ধে ৪ জন নিহত

শেয়ার করুন

বন্দুকযুদ্ধ gunfight-atn-timesএটিএন টাইমস ডেস্ক :

ঝিনাইদহ, ময়মনসিংহ ও গাইবান্ধায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩ জন মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

র‌্যাব জানায়, মাদক ভাগাভাগির তথ্যের ভিত্তিতে রাতে ঝিনাইদহের পবহাটিতে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। মাদক ব্যবসায়ী সাজ্জাদুর রহমান ও আব্দুল রাজ্জাক গুলিবিদ্ধ হলে তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোলাগুলিতে র‌্যাবের দুই সদস্যও আহত হন। ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শুটার গান, ৫৫ বোতল ফেনসিডিলও ১৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারো বাড়িতে গোলাগুলিতে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, নিহত ফারুক একজন মাদক ব্যবসায়ী। এছাড়া, গাইবান্ধার পলাশবাড়ির সাকোয়া ব্রীজের কাছে গোলাগুলিতে শামসুল নামে একজনের মৃত্যু হয়। পুলিশ জানায়, নিহত শামসুল কুখ্যাত ডাকাত।