ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে তীব্র যানজট

শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে তীব্র যানজট রয়েছে।

কয়েক দিন ধরেই মহাসড়কের ওই অংশে ৪-লেনে উন্নীত করার কাজ চলছে বলে যানবাহন চলছে একটি লেনে। এর মধ্যে ভারী বৃষ্টির কারণে নতুন করে খানাখন্দ তৈরি হয়। কিছু অংশে পানিও জমে যায়। ফলে গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত দীর্ঘ সব যানবাহন চলছে ধীরগতিতে।

কোথাও কোথাও আটকে থাকতে হচ্ছে দীর্ঘ সময়। আবহাওয়ার উন্নতি হলে আর রাস্তার পানি শুকিয়ে গেলে যানজট পরিস্থিতির উন্নতি হবে। তবে যান চলাচল স্বাভাবিক করতে এবং ঈদের সময় বাড়তি চাপ সামলাতে দ্রুত এই মহাসড়ক সংস্কার করা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা।