ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শেয়ার করুন

Comilla Dhaka-Ctg highway news-01
খায়রুল আহসান মানিক কুমিল্লা প্রতিনিধি :

ঈদকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বিভিন্ন অংশে যানজটমুক্ত রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানবাহনগুলোতে সচেতনামুলক লিফলেট বিতরণ করা হয়। বুধবার সকাল থেকে মহাসড়কের সদর দক্ষিনের সুয়াগঞ্জ, মিয়াবাজারসহ বেশ কয়েকটি বাজারে এ অভিযান চালানো হয়।

এসময় মহাসড়কের সুয়াগঞ্জ বাজার এলাকার ফুটপাতে বিভিন্ন ছোট ছোট স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়াও যাত্রীবাহী বাসে চালক ও যাত্রীদের মাঝে সচেতনতামুলক লিফলেট দেয়া হয়। হাইওয়ে পুলিশ কুমিল্লার পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, মহাসড়কের যান চলাচল নির্বিঘœ রাখতে নিয়মিত মহাসড়কের উপরে বাজারসমুহে অভিযান পরিচালনা হবে। অভিযানকালে হাইওয়ে পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা থেকে চৌদ্দগ্রাম পদুয়া পর্যন্ত ১০৫ কিঃমিঃ অংশের বিভিন্ন বাজারে সড়কের উপর কাঁচামালসহ বিভিন্ন মালামাল রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।