টাঙ্গাইল মহাসড়কে লেগেই আছে যানজট

টাঙ্গাইল মহাসড়কে লেগেই আছে যানজট

শেয়ার করুন

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের এলেঙ্গা থেকে মির্জাপুর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ২০ কিমি যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে দূভোর্গ পোহাতে হচ্ছে যাত্রীদের। ঈদ উপলক্ষে গাড়ীর চাপ বেড়ে যাওয়া ও মহাসড়কে যানবাহন বিকল হয়ে যাওয়াই যানজটের কারন।

টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তবঙ্গের ১৬টি জেলার ৯২টি রোডসহ ১১৬টি রোডের যানবাহন এ মহাসড়ক দিয়ে চলাচল করছে। এতে করে দুই লেনের এই মহাসড়কে দশগুনের বেশি যানবাহন চলাচল করছে। এ জন্য মহাসড়কে কয়েকটি পয়েন্টে যানজট লেগেই থাকছে।

%e0%a6%9f%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%9fটাঙ্গাইল পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মো. এশরাজুল ইসলাম জানান, ঈদের সময় ফিটনেসবিহীন অনেক গাড়ি রাস্তায় নামার কারণে ঘনঘন গাড়ি বিকল হয়ে পড়ছে। এতে করে যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া বৃহস্পতিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া বাইপাস এলাকায় একটি লং ভেহিকল বিকল হয়ে যায়। এ সময় গাড়ী সরাতে কিছুটা সময় লেগে যায়। এ সময় মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।

যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে যানজট পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলেও তিনি জানান।