টাঙ্গাইল কারাগারে কয়েদির মৃত্যু

টাঙ্গাইল কারাগারে কয়েদির মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেকদক, টাঙ্গাইল :

ভ্রাম্যমান আদালতের তিন মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত কয়েদি আলমগীর হোসেন (৩৬) জেলা কারাগারে অসুস্থ হয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

গত বুধবার বিকেলে আলমগীর অসুস্থ হয়ে পড়লে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে বৃহস্পতিবার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

টাঙ্গাইল কারাগারের জেলার রীতেশ চাকমা জানান, আলমগীর হোসেন বুধবার বিকেল চারটায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তিনি মারা যান। তিনি মাদকদ্রব্য সংক্রান্ত ভ্রাম্যমান আদালতের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে ৯ নভেম্বর বিকেলে চারটায় কারাগারে আসেন। তিনি মির্জাপুর উপজেলার পোষ্টকামারী গ্রামের পরেশ আলীর ছেলে।

টাঙ্গাইল মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সুকান্ত রায় ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তারের উপস্থিতিতে আলমগীরের মরদেহ সুরতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত করে।