টাঙ্গাইলে শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা

টাঙ্গাইলে শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা

শেয়ার করুন

টাঙ্গাইল প্রতিনিধি

মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম  প্রকল্পের ভূমিকা শীর্ষক টাঙ্গাইলে জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  আজ শনিবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্দিরভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রম ৫ম পর্যায় এর প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস। জেলা প্রশাসক  শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ভুপেন্দ্র চন্দ্র ভৌমিক, টাঙ্গাইল কেন্দ্রীয় কালিবাড়ীর সভাপতি সুভাষ চন্দ্র সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্দিরভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রম৫ ম পর্যায় এর সহকারী প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।  কর্মশালায় জেলার মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর শিক্ষকবৃন্দ অংশ নেয়।