টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

শেয়ার করুন

4মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল প্রতিনিধি :

ঢাকার কুর্মিটোলায় বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপদ সড়ক এবং নৌ-মন্ত্রীর পদত্যাগসহ নয় দফা দাবিতে রোববার দুপুর ১২টা থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা।

মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের নগর জলফৈ মোড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অবস্থান নেয়। এসময় বিভিন্ন প্লে-কার্ড ও ফেস্টুন নিয়ে নিরাপদ সড়ক ও নৌপরিবহন মন্ত্রীর পদত্যাগের দাবিতে শ্লোগান দেয়।
3
অবরোধ চলাকালে মহাসড়কের দুইপাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে যায়। ফলে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের। এসময় শিক্ষার্থীরা পুলিশের সহায়তায় যানবাহনের কাগজপত্র ও চালকের লাইসেন্স পরীক্ষা করে। যার লাইসেন্স নেই তাকে পুলিশের মাধ্যমে মামলা দেয়া হয়।

অবরোধের খবর পেয়ে খবর পেয়ে পুলিশ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঘটনাস্থলে যায়। তারা অবরোধকারীদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করে।