টাঙ্গাইলে তিন ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত

টাঙ্গাইলে তিন ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত

শেয়ার করুন

টাঙ্গাইল প্রতিনিধি:

বঙ্গবন্ধুসেতু পুর্বপাড়ের সংযোগ সড়কের চরবাবলা এলাকায় তিনটি ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে দুইজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আশিক হাসান(২৫)। সে পাবনা জেলার চারটমহর থানার পাচুরিয়া গ্রামের রবিউল সর্দারের ছেলে।

বঙ্গবন্ধুসেতু পুর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার চরবাবলা নামকস্থানে সকালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঢাকা থেকে আসা অপর একটি ট্রাক দুর্ঘটনা কবলিত দুটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে তিনটি ট্রাকই দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হয় তিনজন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনালে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।