ঝালকাঠির দুই বিচারক হত্যা : আসাদুলের ফাঁসি রোববার রাতে

ঝালকাঠির দুই বিচারক হত্যা : আসাদুলের ফাঁসি রোববার রাতে

শেয়ার করুন
bicarokkk-hottas
নিহত দুই বিচারক সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে

খুলনা প্রতিনিধি :

জেএমবির শীর্ষ নেতা আসাদুল ইসলাম আরিফের ফাঁসি, রোববার রাতে খুলনা জেলা কারাগারে কার্যকর করা হবে। সে ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলার আসামী। পুলিশ জানিয়েছে, রাতে যে কোন সময় আসাদুল ইসলাম আরিফের ফাঁসি কার্যকর হবে।

২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠি জেলার সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের গাড়িতে বোমা হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সোহেল এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান জগন্নাথ পাঁড়ে।

এ মামলায় ২০০৭ সালের ১০ জুলাই ময়মনসিংহ থেকে আরিফকে গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি বরগুনা। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় নিম্ন আদালতে দেওয়া আরিফের মৃত্যুদণ্ড বহাল থাকে। এ উপলক্ষে খুলনা জেলা কারাগার ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।