ঝালকাঠিতে একটি মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুর

ঝালকাঠিতে একটি মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুর

শেয়ার করুন

 

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির একটি কালী মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় কিছু ব্যবসায়ীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন সেখানকার হিন্দু সম্প্রদায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১১টার দিকে কার্তিক পূজার অনুষ্ঠান চলাকালে মন্দিরে এ হামলা চালানো হয়। এসময়  প্রতিমা ভাংচুর এবং পূজার উপকরণ তছনছ করা হয়। এ ঘটনায় পুরোহিত ও সেবাইতসহ বেশ কয়কজন আহত হয়েছে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রনব কুমার নাথ ভানু অভিযোগ করেন, পূজার নিরাপত্তার জন্য স্থানীয় চাল ব্যবসায়ীদের দোকান ও মন্দিরের মধ্যবর্তী একটি প্রবেশ পথ বন্ধ করে দেয়ায় জবরদখলকারি ব্যবসায়ীরা এ হামলা চালায়।