জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে খেটে খাওয়া মানুষের উপর : বিএনপির স্থায়ী...

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে খেটে খাওয়া মানুষের উপর : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু

শেয়ার করুন

bnp pic 1।। তামান্না ফারজানা, যশোর ।।

সরকারের জনগনের প্রতি কোন দায়বদ্ধতা নেই। যে কারণে রাতের আধারে জ¦ালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এর প্রভাব পড়বে কৃষক তথা সাধারণ খেটে খাওয়া মানুষের উপর। চাল, সবজিসহ সব জিনিষের দাম বাড়বে। অথচ সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না। রাজনীতির আজ করুণ দশা।

শুক্রবার সন্ধ্যায় যশোর বিডি হলে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এ কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সম্প্রীতির কথা বলে হিন্দুর বাড়ি ঘর দখল করে, মন্দিরে আগুন লাগায়। এসব কাজ আওয়ামী লীগ সিদ্ধ হস্তে করতে পারে। ওনাদের ক্ষতি নেই কারণ বিএনপির ঘাড়ে এই দায় চাপিয়ে দিতে পারে। এ অপরাজনীতি থেকে দেশকে রক্ষার্থে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। অন্যথায় শোষণের যাতাকলে পিষ্ট হতে হবে সকলকে।
সভায় বিএনপি নেতা অ্যাডভোকেট জাফর সাদিক এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, খুলনা বিএনপির সভাপতি ও কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, বিএনপি খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম ।