জিরো লাইনে ৩০ হাজার রোহিঙ্গার দিন কাটছে আতঙ্কের মধ্যে

জিরো লাইনে ৩০ হাজার রোহিঙ্গার দিন কাটছে আতঙ্কের মধ্যে

শেয়ার করুন

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের সিমান্তের জিরো লাইনে অবস্থানকারী ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। কাটাতারের বেড়া সংস্কার ও স্থলমাইন পুতে রাখায় তারা মিয়ানমার সীমান্ত ছেড়ে আরো ভেতরে চলে আসতে চাইছে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা, আশারতলি, ফুলতলি, ঘুনধুম ও তুমব্র সীমান্তের জিরো লাইনের আশ্রয় শিবিরগুলোতে অবস্থান করছে এই রোহিঙ্গারা। এসব আশ্রয় শিবিরগুলোর ৫০ গজের মধ্যেই মিয়ানমারের কাটাতারের বেড়ার অবস্বান।

সীমান্তে রোহিঙ্গার স্রোত কমে আসলেও গত কয়েকদিন ধরে সীমান্তের কাটাতার ঘেষে মিয়ানমারের সেনাবাহিনী তৎপরতা চালাচ্ছে। টহল বাড়ানোর পাশাপাশি ভারি অস্ত্রও মজুদ করেছে সেনাবাহিনী। জিরো লাইনের শিবিরগুলোতে অবস্থানকারী রোহিঙ্গারা দ্রত তাদের সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন।

সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি দ্রত রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়ায় সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী-বিজিবি ও প্রশাসনের কর্মকর্তরা।