‘জনবল কম থাকলেও ভোটকেন্দ্র দখলের সুযোগ নেই’

‘জনবল কম থাকলেও ভোটকেন্দ্র দখলের সুযোগ নেই’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

জনবল কম থাকলেও ভোটকেন্দ্র দখলের সুযোগ নেই। অপ্রীতিকর ঘটনা ঘটলে তিন মিনিটের মধ্যেই সেখানে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। কেন্দ্র কেন্দ্রে পৌছে দেওয়া হচ্ছে নির্বাচনি সরঞ্জাম।

প্রথমবারের মতো দলীয় ব্যানারে অনুষ্ঠিত হচ্ছে রংপুর সিটি করপোরেশন নির্বাচন। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থাসহ সব প্রস্তুতিই নিয়েছে নির্বাচন কমিশন।

নগরীর ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি কেন্দ্রের প্রতিটিতে পুলিশ, ব্যাটালিয়ন পুলিশ এবং আনসার ও ভিডিপি’র ২২ থেকে ২৪ জন সদস্য মোতায়েন থাকবেন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে র‍্যাবের ১১টি দল আর ২১ প্লাটুন বিজিবি।

প্রার্থীদের সঙ্গে যোগাযোগ বা অনৈতিক কোনো আচরণ দেখলে, পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন পুলিশ সুপার।

নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন রির্টানিং কর্মকর্তা।

প্রতি কেন্দ্রে ব্যালটবাক্সসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি পাঠানো শেষ। রংপুর এখন অপেক্ষা করছে, দ্বিতীয় সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিতে।