জঙ্গি রিপন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন

জঙ্গি রিপন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি :

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামির অন্যতম জঙ্গি দেলোয়ার হোসেন রিপন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন।

বৃহস্পতিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সগীর মিয়া জানান, জঙ্গি রিপন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো জানান, রিপন প্রাণভিক্ষার লিখিত আবেদন দিলে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

এর আগে, বুধবার সকালে রিপনকে রিভিউ খারিজ করে হাইকোর্টের দেয়া মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পড়ে শোনানো হয়। তখন রিপন জানিয়েছিলেন তিনি আইনজীবী ও পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন।

এ মামলার অপর দুই আসামি জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নান ও জঙ্গি শরীফ শাহেদুল বিপুল কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন। তারা গতকালই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।