জঙ্গি আস্তানা সন্দেহে নরসিংদীর দুটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী

জঙ্গি আস্তানা সন্দেহে নরসিংদীর দুটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী

শেয়ার করুন

নরসিংদীনিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর মাধবদী ও শেখেরচরে জঙ্গি আস্তানা সন্দেহে দু’টি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা। সোমবার সন্ধ্যা থেকে দুটি বাড়ি ঘিরে রাখা হয়েছে।

বাড়ি দুটি হচ্ছে, সদর উপজেলার শেখেরচরের দিঘিরপাড় চেয়ারম্যান বাড়ি সড়কে অবস্থিত একটি বাড়ি এবং মাধবদী পৌরসভার গাঙপাড় এলাকার আফজাল হাজির ‘নিলুফা ভিলা’। বাড়ি দুটিতে বাইরে থেকে তালা দিয়ে ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আস্তানা দুইটির মধ্যে একটি গাঙপাড় এলাকার পাঁচ তলা ভবন।

এই ভবনের ৫ম তলায় অন্তত দুই জন পুরুষ ও একজন নারী রয়েছেন। অন্যটি শেখেরচরের ভগিরথপুর এলাকায় সাত তলা ভবন। এই ভবনের ৭ম তলায় অন্তত দুই জন নারী রয়েছেন বলে কর্মকর্তারা ধারণা করছেন। দুটি বাসাই এ মাসের ৭ তারিখে ভাড়া নেওয়া হয়েছে বলে বাড়ির মালিকদের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়।কিছুক্ষণের মধ্যে অভিযান শূরু কথা বলছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।